জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত মঙ্গলবার (১ জুলাই) রাতে দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বুধবার(২ জুলাই) সন্ধ্যায় উপজেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত জুলাই আন্দোলনে মিরপুর -১০ থেকে যে কয়জন প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে আহমেদ রনি অন্যতম।
আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহমেদ রনি নিজে রাবার বুলেট বিদ্ধ হন এবং ১৯ তারিখে মেট্রো রেল পুড়ানোর যে মামলা হয় সেখানে রনিকে ৭ নাম্বার আসামী করা হয়েছিলো।
রনির বাড়ী সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হাটখোলায় অবস্থিত।
তিনি ঢাকার মিরপুর-১ এ পরিবারসহ বসবাস করেন এবং কর্মজীবনে ব্যবসায়ের সাথে জড়িত।
জুলাই আন্দোলনে নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের আবদানেই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহমেদ রনি।
যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন শাহনূর আহমেদ, সাদ্দাম হোসেন, বাহাদুর খান, মো. সিদ্দিক সিকদার, নারগিস আক্তার, জিয়ানুর রহমান ও ইমাম মেহেদী হাসান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: শহিদুল ইসলাম, ইমরান হোসেন, মো. রিপন, শাহিন খান, মো. আজাদ, যোবায়ের আল মাহমুদ, সাইদুল ইসলাম, মো. তাহের আলী, আফতার মেম্বার, মো. সামছেম, মো. রফিক আমিন, রায়হান মোল্লা এবং শাহিন।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।
প্রধান সমন্বয়ক আহমেদ রনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সিঙ্গাইর উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করতে আমরা কাজ করব। তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে দলকে একটি গণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।”
আরও পড়ুন:








