সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ট্রলার ও সাত জেলে জীবিত উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধিঃ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৯:৩৩

শেয়ার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ট্রলার ও সাত জেলে জীবিত উদ্ধার
ছবি বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে যায়। তবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনার ফলে ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ট্রলারটিও।

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) ভোরে। জানা যায়, কুয়াকাটা উপকূলসংলগ্ন এলাকা থেকে সাতজন জেলে নিয়ে একটি মাছধরা ট্রলার নিয়ে সাগরে রওনা দেন ট্রলারের মাঝি মাহবুব। ভোর চারটার দিকে ট্রলারটি গভীর সমুদ্রে পৌছালে হঠাৎ করে উত্তাল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়।

ট্রলারডুবির পর দুই জেলে একটি ‘পট’ (ভাসমান বস্তু) ধরে ভেসে থাকতে থাকতে একটি পাশের ট্রলার তাদেরকে দেখতে পায় এবং উদ্ধার করে। পরে ওই দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে বাকি পাঁচজন জেলেকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারপ্রাপ্তরা হলেন, মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন (৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০)—তাঁরা সবাই কুয়াকাটার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া উদ্ধার হওয়া অপর জেলে তানিম (২০) বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

উদ্ধার অভিযান শেষে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। স্থানীয়দের সহযোগিতায় আমরা সাত জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। এটি ছিল একটি সমন্বিত রেসকিউ অপারেশন।”

এই ঘটনার পর স্থানীয়রা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে আরও আধুনিক নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার সময় জেলে ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিলেও সবাই জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবার এবং স্থানীয় জনসাধারণের মাঝে।



banner close
banner close