সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

গাছে আম পাড়তে গিয়ে পড়ে কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৮:৪১

আপডেট: ২ জুলাই, ২০২৫ ১৮:৪৩

শেয়ার

গাছে আম পাড়তে গিয়ে পড়ে কনস্টেবলের মৃত্যু
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচিতে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের বাসিন্দা এবং বেলকুচি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, সকাল ১১টার দিকে কনস্টেবল শাহজাহান আলী ব্যাগ হাতে আম পাড়ার জন্য গাছে উঠেন। এ সময় পা পিছলে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



banner close
banner close