সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা ফিরোজের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা ফিরোজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবি বাংলা এডিশন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বুধবার (২ জুলাই) কোর্ট এলাকা জুড়ে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ট্রাক প্রতীকের পক্ষে প্রচার চালান।

গণসংযোগকালে অ্যাড. ফিরোজ আহমেদ মুন্সী বলেন, “জননেতা ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। শরীয়তপুর-১ আসনের উন্নয়নে আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এ এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। বিজয়ী হতে পারলে ইনশাআল্লাহ, শরীয়তপুরকে একটি উন্নত ও ন্যায়ের প্রতীক হিসেবে গড়ে তুলবো।”

এসময় তাঁর সঙ্গে ছিলেন শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন (দুলাল), যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাউসার হোসেন, যুব নেতা রাকিবুল হাসান সনেট, বিলাল হোসেন বাঘা, মহিউদ্দিন আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।



banner close
banner close