সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সদরঘাটে চাঁদাবাজির অভিযোগ: প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৫:৩১

শেয়ার

সদরঘাটে চাঁদাবাজির অভিযোগ: প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ছবি বাংলা এডিশন

পুরান ঢাকার সদরঘাট টার্মিনালে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরিফুর রহমান সাদ্দাম নামের ওই ব্যক্তি বলেন, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে, আর চাঁদা না দিলে হামলার শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, “আমরা প্রায় ৪০ বছর ধরে সদরঘাটে তেলের ব্যবসা করে আসছি। আমার বাবা ছিলেন তেল ব্যবসায়ী সমিতির সভাপতি, বর্তমানে ঘাট শ্রমিক দলের সভাপতি। অথচ এখন এলাকাটি চাঁদাবাজ চক্রের নিয়ন্ত্রণে।”

তার অভিযোগ, সুমন ভূইয়া, জাকির ও গিয়াস নামের তিনজন ব্যক্তি এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, “৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর যখন দেশজুড়ে সুশাসনের প্রত্যাশা তৈরি হয়, তখনই সদরঘাটে আতঙ্ক ছড়াতে শুরু করে সুমন ভূইয়া। বিএনপির কর্মী পরিচয়ে সে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। আমাদের ট্যাংকারে হামলা চালানো হয়েছে, কর্মচারীদের মারধর করা হয়েছে, এমনকি আমার বড় ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।”

সাদ্দাম জানান, ঘটনাগুলো নিয়ে থানায় একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেন নির্ভয়ে ব্যবসা করতে পারি, সেই ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।



banner close
banner close