সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার
ছবি বাংলা এডিশন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর বুধবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে তাদের মৃতদেহ ভেসে ওঠে।

নিহতরা হলেন আবির ও জুবায়েদ। চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভোরের দিকে নিহতদের স্বজনরা নৌকায় করে নদীতে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাঁশিয়া এলাকায় লাশ দুটি ভাসতে দেখতে পান।’

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তেরবাজার এলাকায় তিন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবির শিকার হয়। স্থানীয়রা শাপলা আক্তার নামে এক শিক্ষার্থীকে সেদিনই মৃত অবস্থায় উদ্ধার করলেও আবির ও জুবায়েদ নিখোঁজ ছিল। তারা তিনজনই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।



banner close
banner close