সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মামলা করায় বাড়িছাড়া প্রবাসীর স্ত্রী-সন্তান, অভিযুক্ত স্বজনরাই

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৪:৩০

শেয়ার

মামলা করায় বাড়িছাড়া প্রবাসীর স্ত্রী-সন্তান, অভিযুক্ত স্বজনরাই
ছবি বাংলা এডিশন

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় আদালতে মামলা দায়ের করায় ব্রুনাই প্রবাসীর স্ত্রী ও সন্তানকে নিজ বাড়ি ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। ঘটনা উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন জানান, তার স্বামী ব্রুনাইয়ে কর্মরত। কিন্তু দীর্ঘদিন ধরে দেবর বিল্লাল, এরশাদ এবং ভাতিজা মাহিম তাদের প্রতি শত্রুতামূলক আচরণ করে আসছে। এক পর্যায়ে তারা আম, কাঁঠাল, লেবু ও মেহগনি গাছ কাটতে এলে বাধা দিলে রেশমাকে মারধর করে মাথায় গাছিদা দিয়ে কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, মাথায় ৯টি সেলাই লাগে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে, রেশমা খাতুন আদালতে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করতে থাকে। সর্বশেষ ২৮ এপ্রিল সকালে তাকে এবং তার ছেলে সিয়াম হোসেনকে ঘর থেকে টেনে বের করে মারধর করা হয়। পরে আহত অবস্থায় চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরলে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় এবং খুনের হুমকি দেওয়া হয়।

রেশমা খাতুন বলেন, “আজ প্রায় এক মাস আমরা বাড়িছাড়া। সবসময় আতঙ্কে থাকছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, একজন প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

সিয়াম জানান, “পরীক্ষা চলমান থাকলেও বাড়িতে যেতে পারছি না। হুমকি পেয়ে আছি সবসময়। থানায় অভিযোগ দিয়েছি, এখনও সমাধান হয়নি।”

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



banner close
banner close