সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

জুলাই নিয়ে কটুক্তি: কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজ, তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৬:৩২

শেয়ার

জুলাই নিয়ে কটুক্তি: কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজ, তদন্ত কমিটি গঠন
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তিমূলক মন্তব্য করায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একইসঙ্গে তার ছুটি বাতিল করে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই অভ্যুত্থানবিরোধী পোস্ট দেন ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ছাত্র সমাজ ও বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে পুলিশ সদস্য রনির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “জুলাই নিয়ে কটুক্তির প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি এবং এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশ সদস্য হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে এমন পোস্ট গ্রহণযোগ্য নয়। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, মুখ্য সংগঠক এমডি বেলাল হোসেন বাঁধন, নয়ন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজসহ শতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তার ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শেখ শাহাদাত আলী জানান, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ সকল ইউনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থানবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো পোস্ট বা মন্তব্য না করার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার।



banner close
banner close