সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ইবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, কার্যক্রম থেকে অব্যাহতি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ২০:৩১

শেয়ার

ইবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, কার্যক্রম থেকে অব্যাহতি
ছবি বাংলা এডিশন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, চেম্বারে ডেকে মানসিক নিপীড়ন এবং টিউটোরিয়ালসহ একাডেমিক কার্যক্রমে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

গত ২৩ জুন বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ছাত্রীদের ফোনে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো, চেম্বারে ডেকে অপ্রাসঙ্গিক ও ব্যক্তিগত প্রশ্নে বিব্রত করা, বিবাহিত ছাত্রীদের দাম্পত্য জীবন নিয়ে অশোভন মন্তব্য এবং কারও ‘প্রস্তাবে সাড়া না দিলে’ পরীক্ষার খাতায় ‘দেখে নেবো’ লিখে হুমকি দেয়ার অভিযোগ আনা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনেকে আতঙ্ক ও সামাজিক লজ্জার কারণে এতদিন মুখ খোলেননি। তবে সম্প্রতি একাধিক ছাত্রী সাহস করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলাম দাবি করেন, “আমি কোনো শিক্ষার্থীকে হেনস্তা করিনি। কেউ কেউ হয়তো আমার কথাবার্তা ভুলভাবে নিয়েছে। পুরো বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করছি।”

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম নাজমুল হুদা বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার পর ২৯ জুন একাডেমিক কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আপাতত বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close