সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

১৭ বছর ধরে অন্যের জমি দখল করে রাখার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১৮:০০

শেয়ার

১৭ বছর ধরে অন্যের জমি দখল করে রাখার অভিযোগ
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ বছর ধরে অন্যের জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে। একাধিক মামলায় রায় পেয়েও প্রকৃত মালিককে জমির দখলে যেতে এখনো বাধা দিচ্ছে তারা। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারে পক্ষে লিখিত বক্তব্য রাখেন মো. নওশেদ আলী। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর কোর্টে মামলা চলে। এরপর ২০১৭ সালে আমাদের পক্ষে রায় দেওয়ার পরও তৎকালীন আওয়ামী ক্ষমতা বলে আমাদের দখলে যেতে দেয়নি তারা। এমনকি শহর থেকে গ্রামেও আসতে দেয়নি আমাদের। এরপর তারা আবারো আপিল করে। এসময় দীর্ঘ ৫ বছরে সর্বমোট ৩২ বার আদালতের কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপণ করতো। একপর্যায়ে তাদের পক্ষে কোনো ধরনের দলিলাদি দেখাতে না পারায় আদালাত আবারও আমাদের পক্ষেই রায় দেন। কিন্তু তারপরেও এখনো আমাদের জমি আমরা বুঝে নিতে পারি নাই।

তিনি আরো বলেন, ১৯৮৮ থেকে ১৯৯৫ পর্যন্ত ধাপে ধাপে ক্রয় করা সেই জমির খাজানা আমরা নিয়মিত দিয়ে আসছি। সর্বশেষ হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় পেয়ে যখন আমরা জমি দখলে যাওয়া চেষ্টা করি তখন তারা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। যার ছবি এবং ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আদালতের নূন্যতম একটা আদেশ তাদের পক্ষে দেখাতে পারলে জমি বুঝিয়ে দিবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



banner close
banner close