লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মিরাজ বাবু (১৪) নিখোঁজ হওয়ার ১৩ দিন পার হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ মিরাজ বাবু ওই গ্রামের সামিউল ইসলাম ও মরিয়ম বেগমের ছেলে।
জানা গেছে, গত ১৮ জুন বিকেলে নিজ বাড়ি থেকে রংপুরে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় মিরাজ। কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় মিরাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। সে রংপুর শহরের তাতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। পরিবারের দাবি, মাদ্রাসায় ভর্তি হয়ে তিনি কোরআনের পাঁচ পারা মুখস্থ করলেও কিছুদিন ধরে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল।
এ ঘটনায় ২০ জুন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “নিখোঁজ ছেলের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মিরাজের পরিবার। দিন রাত এক করে ছেলেকে খুঁজে চলেছেন বাবা-মা। তারা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, মিরাজের খোঁজ কেউ পেলে নিকটস্থ থানায় হস্তান্তর করার।
আরও পড়ুন:








