চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মনির আহমেদ (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকার কাতালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি এলাকা থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ জানতে পারে যে , সে পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় একটি বাসার মধ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল। সোমবার কর্মসূচি ঘোষণার পর রাতেই তাকে কাতালগঞ্জ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার বিষয় নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেফতার হওয়া মনির আহমেদ সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন:








