সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১২:৩৪

শেয়ার

সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তদন্তে অগ্রগতি নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।

গত ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার এসএসসি ব্যবহারিক পরীক্ষার দিন বিজ্ঞান বিষয়ের জন্য প্রতিজনের কাছ থেকে ৪০০ টাকা, কৃষি বিষয়ে ১৫০ টাকা, ভোকেশনাল শাখায় ১০০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৭০০ টাকা এবং ধারাবাহিক মূল্যায়নে ১৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। এসব অর্থ আদায়ের দায়িত্বে ছিলেন পরীক্ষাকেন্দ্র সচিব ও একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার।

পরবর্তীতে এ বিষয়ে শিক্ষার্থীরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনকে প্রধান করে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে অভিযোগ রয়েছে, তদন্ত কার্যক্রম এখনও শুরু হয়নি। বরং অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে দুই সহকারী শিক্ষক এবং দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগকারী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আমির হোসেন বলেন, "এইচএসসি পরীক্ষার ব্যস্ততার কারণে তদন্ত শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে।"

অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার ৩০ জুন (সোমবার) বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডেকে তার বিরুদ্ধে সহযোগিতা চাইলেও তারা এতে সাড়া দেননি বলে জানা গেছে।



banner close
banner close