সাভারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে নির্মূল করতে হবে—এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
সোমবার (৩০ জুন) বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
লায়ন খোরশেদ আলম বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ মাদক শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করে দেয়। শিক্ষার অগ্রযাত্রা নিশ্চিত করতে সমাজ, রাজনীতি এবং পরিবারের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি চাই সাভারের শিক্ষার্থীরা শুধু দেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাভারের মর্যাদা বৃদ্ধি করুক। এজন্য মেধা, মনন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ তৈরি জরুরি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ড. এল.এম কামরুজ্জামান।
সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম, সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবুসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:








