সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

লোহাগাড়ায় নৌবাহিনী অফিসার পরিচয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১০:৫৭

শেয়ার

লোহাগাড়ায় নৌবাহিনী অফিসার পরিচয়ে হয়রানির অভিযোগ
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে নৌবাহিনীর অফিসার পরিচয়ে এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন দিনমজুর আনোয়ার হোসেন।অভিযুক্ত সামশুউদ্দিন আশরফ একই এলাকার মৃত মোঃ আইয়ুবের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন জানান, আমরা নিরীহ, সহজ-সরল এলাকাবাসী। দীর্ঘদিন যাবত মিলেমিশে বসবাস করে আসছি। কিন্তু সাম্প্রতিক সময়ে একই এলাকার মৃত মোঃ আয়ুবের ছেলে সামসুদ্দিন আশরফ নামে এক আমেরিকা প্রবাসী ও তার বোন খাইরুনেচ্ছা পুরো সমাজের প্রায় প্রত্যেক পরিবারের কোন না কোন সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে জীবন অতিষ্ট করে রেখেছেন। ওই প্রবাসীর বোন খাইরুননেছা বহিরাগত লোকজন নিয়ে আমাদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি, মামলা- হামলা, গালিগালাজে সবসময় আতঙ্কিত করে রেখেছেন। এপর্যন্ত তারা এলাকার নিরীহ বাসিন্দা মোঃ ইকবাল, তার মা-বোন, তার চাচীর বিরুদ্ধে ৪টি হয়রানিমূলক মামলা, জিডি ও অভিযেগা দায়ের করে হয়রানি করে আসছেন। স্থানীয় বাদশার স্ত্রী মুরশিদা, প্রবাসী জাহেদ, মিনহাজ, প্রবাসী ফরহাদ, দিনমজুর আবুল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা, দিনমজুর আনোয়ার হোসেন, দিনমজুর রুবেলসহ প্রায় ১০-১৫ পরিবারের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা, অভিযোগ ও জিডি করে দীর্ঘদিন যাবত সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করে আসছেন। এছাড়াও বহিরাগত লোকজনের সহযোগিতায় আমাদের এলাকার নিরীহ সাধারণ মানুষকে বিভিন্ন সময় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, কথিত নৌবাহিনী অফিসার সামশুদ্দিন আশরফ খান তার বাড়ির চারপাশ, চলাচল রাস্তাসহ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে প্রতিবেশীর বাড়ির ভেতরের মা-বোনদের চলাফেরার দৃশ্য অনৈতিকভাবে ভিডিও ধারণ পূর্বক সংরক্ষণ করে আসছেন। সেই সিসি ক্যামরায় ধারণ করা মা-বোনদের ভিডিও দৃশ্য বিভিন্নজনের মোবাইলে আমেরিকা থেকে পাঠাচ্ছেন। এবিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



banner close
banner close