সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি: গুলি, অস্ত্রের মহড়া, ছিনতাই ও হামলায় আতঙ্ক

ঢাকা উত্তরের প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১০:৩৫

শেয়ার

আশুলিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি: গুলি, অস্ত্রের মহড়া, ছিনতাই ও হামলায় আতঙ্ক
ছবি বাংলা এডিশন

ঢাকার সাভারের আশুলিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি এ অঞ্চলে চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রের মহড়া ও গুলি ছোড়ার মতো অপরাধ প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

গতকাল (সোমবার) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়াও দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে, গভীর রাতে একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার যুবককে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় রাবেয়া আক্তার বিউটি নামের এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। একই দিনে ভোর রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীরচট এলাকায় উষা পোল্ট্রি ফার্মের সামনে গোলাগুলির ঘটনা ঘটে।

অন্যদিকে, সোমবার দুপুরে জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার এম এস গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, দা, তিনটি ছুরি ও লোহার পাইপসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া আশুলিয়ায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “ঘটনাগুলোর তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।”



banner close
banner close