সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কিশোরগঞ্জ পৌরসভায় ২৫-২৬ অর্থ বছরের ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

কিশোরগঞ্জ পৌরসভায় ২৫-২৬ অর্থ বছরের ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি বাংলা এডিশন

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মাস্তান।

পৌর প্রশাসক মমতাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

পৌরসভা থেকে পাওয়া তথ্য মতে, রাজস্ব হিসাব থেকে আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২১৩ টাকা থেকে ব্যয় ২৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, উদৃত্ত ২ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৩৩৪ টাকা। পানি সরবরাহ শাখা থেকে আয় ৪ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২২৮ টাকা থেকে ব্যয় ৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৩ টাকা, উদৃত্ত ১৪ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। উন্নয়ন হিসাব (সরকারী অনুদান ও রাজস্ব) আয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৬৭ টাকা থেকে ব্যয় ৫ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা, উদৃত্ত ৯২ হাজার ৫৮৫ টাকা। প্রকল্প হিসাব থেকে আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা থেকে ব্যয় ২৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, উদৃত্ত ১ লাখ ৩৫ হাজার ২৫৩ টাকা। মূলধন হিসাব থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা থেকে ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, উদৃত্ত ৫১ লাখ ৭১ হাজার টাকা।

প্রশাসক মমতাজ বেগম জনান, এই বছর বাজেটে পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন, ময়লা আবর্জনা ও ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে। এবছর রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা, উন্নয়ন হিসাব (সরকারী অনুদান ও রাজস্ব), প্রকল্প হিসাব, মূলধন হিসাবের আয় থেকে ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা।

বাজেট বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চেয়ে প্রশাসক মমতাজ বেগম বলেন, “জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া উন্নয়ন কার্যক্রম সফল করা সম্ভব নয়।



banner close
banner close