সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

জুলাই সনদের দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৮:১০

আপডেট: ৩০ জুন, ২০২৫ ১৮:১৮

শেয়ার

জুলাই সনদের দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ছবি বাংলা এডিশন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র ও সনদ প্রকাশের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। সেখান থেকেই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম, শৈলকূপা উপজেলা আহ্বায়ক রাহাত মিয়া, মহেশপুরের আহ্বায়ক হামিদুর রানা, সদর উপজেলার আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা মুখ্য সংগঠক সাজেদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান এবং দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।



banner close
banner close