কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৌর এলাকার জগন্নাথপুর গাইনহাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দুপুরে গাইনহাটি এলাকার মন্নান মিয়ার বাড়ির তুষার নামে এক ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ীর দুপুরের খাবারের টিফিন ভ্যানগাড়িতে করে বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার আশিক নামে একজন ওই টিফিনবাটি খুলে দেখতে চাইলে তুষার বাধা দেয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি ও পরে মারামারি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দেন।
তবে রোববার সন্ধ্যায় ফের এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








