সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

গাজীপুরে চুরির অভিযোগে শ্রমিককে বেঁধে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৬:১৬

শেয়ার

গাজীপুরে চুরির অভিযোগে শ্রমিককে বেঁধে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে এক শ্রমিককে জানালার সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের মাধ্যমে হত্যা করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিহত শ্রমিক মো. হৃদয় (১৯) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ীর গ্রীনল্যান্ড লিমিটেড কারখানায় মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে প্রতিদিনের মতো কারখানায় যান হৃদয়। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সন্ধ্যায় তার খোঁজ নিতে পরিবারের সদস্যরা কারখানায় গেলে শ্রমিকদের বিক্ষোভ দেখতে পান। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হৃদয়ের মরদেহ শনাক্ত করেন তারা।

নিহতের বড় ভাই লিটন মিয়া জানান, "কারখানার ভেতরেই আমার ভাইকে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

এ ঘটনায় লিটন মিয়া শুক্রবার মধ্যরাতে কোনাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শনিবার অভিযান চালিয়ে গ্রীনল্যান্ড লিমিটেডের শ্রমিক হাসান মাহমুদ ওরফে মিঠুনকে গ্রেপ্তার করে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, "ঘটনার পর কারখানাটি দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে মঙ্গলবার কারখানা খুলে দেওয়া হবে।"



banner close
banner close