সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অনশন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অনশন
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক বিবাহিত নারী। সোমবার (৩০ জুন) সকালে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সলঙ্গার চর গ্রামের বাসিন্দা খলিল শেখের মেয়ে সুমাইয়া খাতুন (২২) দুই বছর আগে পারিবারিকভাবে মালতিনগর গ্রামের শাহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শাহিদুল ঢাকায় চাকরির সুবাদে অবস্থান করছেন। এ সুযোগে একই গ্রামের আল-আমিনের ছেলে এবং দুই সন্তানের জনক আব্দুল মমিনের সঙ্গে সুমাইয়ার পরিচয় হয়। অভিযোগ, মমিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

সুমাইয়া জানান, বিয়ের দাবি জানালে মমিন বিভিন্ন সময় তালবাহানা শুরু করেন। পরে সোমবার সকালে তিনি সরাসরি মমিনের বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু মমিনের পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে সুমাইয়া অনশনে বসেন। ঘটনার পর থেকে মমিন পলাতক রয়েছেন।

এ বিষয়ে সুমাইয়ার স্বামী শাহিদুল বলেন, "আমার স্ত্রী আগেও এ ধরনের কাজে জড়িয়েছে। অনেকবার সতর্ক করেছি, এবার সে নিজেই অন্যের ঘরে উঠেছে। আমি তাকে আর গ্রহণ করব না।"

অপরদিকে, অভিযুক্ত মমিনের মা বলেন, "আমার ছেলের ঘরে স্ত্রী-সন্তান রয়েছে। সে এমন কাজ করতে পারে না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।"

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, "বিষয়টি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"



banner close
banner close