সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

যমুনা সেতু পশ্চিমে র‌্যাব-১২ এর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:০০

আপডেট: ৩০ জুন, ২০২৫ ১০:০৪

শেয়ার

যমুনা সেতু পশ্চিমে র‌্যাব-১২ এর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১২ এর সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় এবং র‌্যাব-১২ এর কমান্ডারের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজের পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মোরশেদ আলম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের বাসিন্দা।

আটকের সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close