সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

লালমনিরহাটে প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় যুবক: অতপর আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৯:১৬

আপডেট: ৩০ জুন, ২০২৫ ০৯:১৭

শেয়ার

লালমনিরহাটে প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় যুবক: অতপর আটক
ছবি বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে অবৈধভাবে এসে আরিয়ান মির্জা নামে ভারতীয় এক যুবক আটক হয়েছে।

রবিবার ২৯ জুন সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই গ্রামের একটি মেয়ের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। আটককৃত যুবকের বাড়ি ভারতের মুর্শিদাবাদ।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। তরুণী তাকে বিয়ের আশ্বাস দিলে রোববার সকালে বাংলাদেশে ওই তরুণীর বাড়িতে আসেন আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



banner close
banner close