রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪। রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযানের পর মাহিরাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে এবং কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হন মাহিরা। তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
তবে দুপুর ১টার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও মাহিরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে জানা যায়, তিনি ওইদিন কেন্দ্রে উপস্থিতই হননি।
পরবর্তীতে সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিরার পরিবার।
র্যাব জানায়, বিষয়টি জানার পর প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে সাভার এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী নিখোঁজের ঘটনা বাড়ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা।
আরও পড়ুন:








