সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

পটুয়াখালীতে “সবুজ পৃথিবী, সুন্দর আগামী ২.০” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ২১:২২

আপডেট: ২৯ জুন, ২০২৫ ২১:২৩

শেয়ার

পটুয়াখালীতে “সবুজ পৃথিবী, সুন্দর আগামী ২.০” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ুথ ফর পলিসির পরিবেশবান্ধব উদ্যোগ “সবুজ পৃথিবী, সুন্দর আগামী ২.০”-এর অংশ হিসেবে পটুয়াখালী জেলা টিমের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির প্রয়াস চালানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম শারিকখালী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্যে আউলিয়াপুর'-এর সভাপতি এস. এম. সোহান এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা সুমী বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আমি ইয়ুথ ফর পলিসি এবং আইআইডি-এর এই আয়োজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে। তরুণদের এমন সক্রিয় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ী।”

বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে আয়োজন করা হয় এক সচেতনতামূলক সেশন, কুইজ প্রতিযোগিতা এবং উপহার প্রদান কার্যক্রম।

উল্লেখ্য, আইআইডি (ইনস্টিটিউট অফ ইনফরমেটিভ ডেভেলপমেন্ট) এর উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



banner close
banner close