সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

তিন মাস পর দেশে ফিরল প্রবাসী কামরুলের কফিনবন্দী লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৯:২৪

শেয়ার

তিন মাস পর দেশে ফিরল প্রবাসী কামরুলের কফিনবন্দী লাশ
ছবি বাংলা এডিশন

প্রায় ১৮ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কামরুল ইসলাম ওরফে কামাল হোসেন। পরিবার-পরিজন আর স্বপ্নের সংসারের কথা ভেবে বছরের পর বছর প্রবাসে কষ্ট করে গিয়েছিলেন তিনি। এ বছরের মার্চ মাসে ছুটিতে দেশে এসে স্বজনদের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার এপ্রিলের শুরুতে সৌদি আরবে ফিরে যান কামরুল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সৌদি আরবের রিয়াদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কামরুল। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে প্রায় তিন মাস পর রবিবার সকালে তার কফিনবন্দী মরদেহ দেশে পৌঁছায়। লাশবাহী এম্বুলেন্স বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ভিড় জমান। চারপাশে নেমে আসে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তার ছোট্ট একটি সুখের সংসার ছিল। তার মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কামরুলের ভাই জানান, হাসিখুশি ও পরিশ্রমী স্বভাবের কামাল ছিলেন পরিবারের সবকিছু। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।



banner close
banner close