সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

জামায়াতের করুণা নিয়ে বেঁচে আছে আবদুল হামিদ, আমি এক সেকেন্ডও বাঁচতে চাই না ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

জামায়াতের করুণা নিয়ে বেঁচে আছে আবদুল হামিদ, আমি এক সেকেন্ডও বাঁচতে চাই না ফজলুর রহমান
ছবি বাংলা এডিশন

এখন জামায়াতে ইসলামীর করুণা নিয়ে আবদুল হামিদকে (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) বেঁচে থাকতে হয়। তার শ্যালক জিহাদ খান এখন (কিশোরগঞ্জ-৩) করিমগঞ্জ-তাড়াইলের জামায়াতে ইসলামীর ক্যান্ডিডেট। জামায়াতের করুণা নিয়ে গোলাম আজমের ছেলে আযমীর করুণা নিয়ে আর জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দোয়া নিয়া তাকে সরকারকে বাধ্য করে বিদেশ যেতে হয় এবং আসতে হয়। আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হামিদেরা এখন জামায়াতে ইসলামীর করুণায় বাংলাদেশে বেঁচে আছে। এদেরকে থু থু দিতে হয়। জামায়াতে ইসলামীর করুণা নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, না, না, না।

শনিবার (২৮ জুন) বিকেলে ইটনা উপজেলার চৌগাংগা কামিল মাদ্রাসা মাঠে চৌগাংগা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

ফজলুর রহমান আরও বলেন, বছরের পর বছর দেশে আসতে পারিনি। আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেয়নি। আমার মা-বাবার কবরে গিয়ে মোনাজাত পড়তে দেয়নি। ঈদের দিন আমি দেশে আসতে পারিনি। আমাকে নির্বাসনে রাখছে আবদুল হামিদ। রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে জেলখানায় রাখছে।ফজলুর রহমান বলেন, আজকে আমি কোথায় আর আবদুল হামিদ কোথায় একটু বিচার করেন তো আপনারা। আল্লাহ কার পক্ষে আপনারা দেখেন।

চৌগাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ তোতা মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



banner close
banner close