সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

টঙ্গীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৮:২১

আপডেট: ২৯ জুন, ২০২৫ ১৮:২৩

শেয়ার

টঙ্গীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের
ছবি বাংলা এডিশন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫০নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় মহানগরের গাজীপুরা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার কাজী আবদুল মান্নানের ছেলে বিএনপি নেতা কাজী হারুন অর রশিদকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০/১০০ আসামি করা হয়েছে। রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান। মামলার আসামিরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুরা পশ্চিমপাড়া স্যাটার্ন টেক্সটাইলস লিমিটেডের চুক্তিপত্র অনুযায়ী বাতিলকৃত কাপড় (ঝুট) কেনার জন্য গতকাল বেলা ১১টার দিকে কয়েকজনকে নিয়ে কারখানায় প্রবেশ করেন বিএনপি নেতা হুমায়ুন। এসময় আসামিরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার সহযোগীদের আহত করেন এবং ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁরা ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারেন তাঁরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লার লোকজন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবী করেন মামলার বাদী বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় গতকাল রাতে একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।



banner close
banner close