সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

গণধর্ষণ মামলার প্রধান আসামি রহিম চাঁদপুর থেকে র‌্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

গণধর্ষণ মামলার প্রধান আসামি রহিম চাঁদপুর থেকে র‌্যাবের জালে
ছবি বাংলা এডিশন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংঘটিত এক ভয়াবহ গণধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রহিম (৩২) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে। শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বহরী আড়ৎ বাজার এলাকায় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় ভিকটিম (২৯) স্বামীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হলে সিরাজদিখানের মোল্লাকান্দি বালুরচর ডিসি প্রজেক্ট এলাকায় অভিযুক্ত রহিমসহ আরও কয়েকজন তার গতিপথে বাধা সৃষ্টি করে। এরপর তারা জোরপূর্বক ভিকটিমকে নদীর পাড়ে একটি নির্জন ঝোপে নিয়ে যায় এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ: ২১/০২/২০২৫)। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহযোগিতা কামনা করেন। এরপর থেকেই র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে আসছিল।

পলাতক থাকা রহিমকে অবশেষে চাঁদপুর থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close