সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৬:২৬

শেয়ার

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই
ছবি বাংলা এডিশন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৯ জুন) রাত ১টা ৫৫ মিনিটে হাটিকুমরুলের ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২’র গোয়েন্দা শাখার সহযোগিতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মামুন দুলাল (৩৪) ও শ্রী সুমন কর্মকার (৩৫)। উভয়ের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close