অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবেন এমন আভাস এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান।
তিনি বলেন, ‘ইউনূস সাহেব যেদিন সত্যিই নির্বাচন দেবেন, সেদিন আমি বিশ্বাস করব। আমার নেতা তারেক রহমান যদি বিশ্বাস করেন, আমিও করব। কিন্তু তার যে ভাবভঙ্গি এবং বক্তব্য শুনছি, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।’
গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনার চৌগাংগা কামিল মাদ্রাসা মাঠে চৌগাংগা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমি ইউনূস সাহেবকে সালাম জানাব। কিন্তু এখনই পরিষ্কার করে বলতে হবে— ফেব্রুয়ারির কোন তারিখে ভোট হবে? কোন বার ভোট হবে? কারা রিটার্নিং অফিসার হবেন? নির্বাচনের প্রচারণার জন্য কতদিন সময় দেওয়া হবে? এই সবকিছু স্পষ্টভাবে ঘোষণা করুন। তা না হলে মানুষ বিশ্বাস করবে কেমন করে?’
ফজলুর রহমান আরও বলেন, ‘দেশের মানুষ আজ ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই দেশে জনগণের সরকার আসবে না। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে পারলেই প্রকৃত শান্তি আসবে, মানুষ মুক্তির স্বাদ পাবে। তখনই এই দেশে সঠিক নির্বাচন সম্ভব হবে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশ-জাতি আজ বড় বিপদের সামনে। এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনার ওপর সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তারা আসলে মাকেও সম্মান করে না। এদের আমি ঘৃণা করি। এরা দেশের সবচেয়ে বড় শত্রু।
চৌগাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ তোতা মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন:








