সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় তরুণদের অংশগ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৪:১৭

আপডেট: ২৯ জুন, ২০২৫ ১৪:২৩

শেয়ার

বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় তরুণদের অংশগ্রহণ
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে এক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়েছে। নাসিমা আলাউদ্দিন হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ উদ্যোগে রবিবার (২৯ জুন) আয়োজিত হয় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, পরিবেশবিষয়ক র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

সকালে তামাই প্রভাকর বিদ্যা নিকেতন স্কুলে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতামূলক আলোচনা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা।

পরে তামাই অগ্রণী সংসদের সভাকক্ষে স্বাস্থ্য ক্যাম্পে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিপি’র পরিচালক মুসলিম উদ্দিন আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন প্রভাকর বিদ্যা নিকেতন স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, এনডিপির জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সবুজ কুমার পাল, স্মার্ট লুন প্রকল্পের সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মজনু সরকার ও সিনিয়র স্টাফ নার্স সুমি রাণী দাস প্রমুখ।

আয়োজকরা জানান, এখনও অনেক প্রান্তিক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্য সচেতনতা থেকে বঞ্চিত। এ ধরনের উদ্যোগ তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, “এমন আয়োজন শুধু স্বাস্থ্যসেবাই নয়, সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি চালু রাখা প্রয়োজন।”



banner close
banner close