চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতে বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন ৮৫ বছর বয়সী ছকুমতাজ নামে এক বৃদ্ধা। বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়াডের্র পুরাতন থানা এলাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে মুরশিদা বেগম। ভুক্তভোগী একই ওয়ার্ডের টেন্ডল পাড়ার দক্ষিণে জব্বার আলী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত স্থানীয় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ জকরিয়া একই এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মেয়ে মুরশিদা বেগম বলেন, বিরোধীয় জমি ১৯৬৬ সাল থেকে ক্রয় সূত্রে ৩০৫নং দলিল মূলে তারা ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষের নামে ভুলবশত বি.এস জরিপ রেকর্ড হলে তারা আদালতে বি,এস সংশোধনের জন্য মামলা দায়ের করেন। প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে আদালতে বিচারাধীন জমি দখলের জন্য পরপর দুইবার চেষ্টা করে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতার কারণে তারা ব্যর্থ হয়। এখন আবার বিরোধীয় জমি দখলের জন্য রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারসহ বিভিন্নভাবে চেষ্টা ও তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে তারা নিজেদের জীবনের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে মোঃ জকরিয়ার ছেলে এ্যাডভোকেট মোহাম্মদ নওশেদ আলী জানান, প্রতিপক্ষের বক্তব্য সত্য নয়। ওই জমি নিয়ে বর্তমানে কোন মামলা নেই। তাদের দায়ের করা উচ্চারণের মামলা (বি.এস সংশোধনের) নিম্ন আদালত ও উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে। ১৯৭৬ সালের আমাদের উভয়পক্ষের মধ্যে অংশনামা হয়। সেই অংশনামা মূলে বিরোধীয় জমি ভোগ আমরা ভোগদখল করে আসছি।
সংবাদ সম্মেলনে ছকুমতাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








