সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৩:১৫

আপডেট: ২৯ জুন, ২০২৫ ১৩:১৬

শেয়ার

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা
পিস্তল হাতে কিশোর গ্যাং লিডার তেহিম মাতবর। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। পরে তার পরিচয় পাওয়া যায় তেহিম মাতবর হিসেবে, যিনি দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, তেহিম দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটছে। গার্মেন্টস শিল্পনির্ভর এই অঞ্চলে দূরদূরান্ত থেকে আসা শ্রমজীবী মানুষজন প্রায়ই তার সন্ত্রাসী তৎপরতার শিকার হন। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ না খুললেও ভিডিওটি প্রকাশের পর অনেকে সাহস করে নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করছেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল বলেন, “তেহিমের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ভিডিওটি আমি নিজেও দেখেছি। সে কারও কথা শোনে না। দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। অভিযুক্তকে গ্রেপ্তারে সিভিল পোশাকে একাধিক টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”



banner close
banner close