বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, "দীর্ঘ ১৭ বছর আমরা আপনাদের পাশে আসতে পারিনি। এখন আমাদের সুযোগ এসেছে কাজ করার। এ জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো আমাদের দলে কোনো ভেদাভেদ নেই, কোনো গ্রুপিং নেই। ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে হবে। তাই আগামীতে ধানের শীষকে ক্ষমতায় আনতে হলে আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।"
শনিবার বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সট্টি রাবেয়া খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় ও সট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুর রহমান জুয়েলের সভাপতিত্বে তিনি আরো বলেন, এই বিদ্যালয়টি আমার বাবা আমার দাদির নামে করেছিলেন। আর এই কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর এই বিদ্যালয়ে কোনো উন্নয়ন করেনি। এমনকি এমপিও ভুক্তও করা হয়নি। এর একটিই কারণ ছিল আমরা বিএনপি পরিবার। এখন সময় এসেছে কাজ করার। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে ক্ষমতায় আনতে হবে। গনতান্ত্রিক প্রক্রিয়া ধানের শীষকে ক্ষমতায় আনলে যে উন্নয়নগুলো প্রয়োজন এগুলো করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের দলীয় নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারিনি। ১৭ বছর অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে আমাদের দলীয় নেতাকর্মীদের। তাই আমি আপনাদের বলব, আওয়ামী লীগের কাউকে আপনারা প্রশ্রয় দেবেন না এবং তারা যেন কোনো ভাবেই দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে নজর রাখবেন। কোনো আওয়ামী লীগারের সাথে চা পর্যন্ত খাবেন না। তাদের সাথে মিশবেন না। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনোভাবেই আমাদের দলীয় নেতা কর্মীদের আশপাশে যেন আওয়ামী লীগের কেউ আসতে না পারে।
অনুষ্ঠানে প্রয়াত মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে জেলা এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








