সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ভারতীয় নাগরিককে নির্যাতনের পর হত্যা করে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ২০:২৭

আপডেট: ২৮ জুন, ২০২৫ ২০:৫২

শেয়ার

ভারতীয় নাগরিককে নির্যাতনের পর হত্যা করে সীমান্তে ফেলে গেলো বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবতী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ইটালুকান্দা এলাকার আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরদিন আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ‘১০৫৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু চরাতে গিয়ে নদীতে লাশটি ভাসতে দেখেন তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং বিজিবি ও থানা পুলিশকে খবর দেন। পরে বিজিবির উপস্থিতিতে রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

সীমান্ত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম ও লাল বাদশা বলেন, ‘হলহলিয়া নদীতে ভেসে থাকা ওই অজ্ঞাত নারী ভারতীয় নাগরিক হতে পারেন। ধারনা করা হচ্ছে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দিয়ে গেছে।’

তারা আরও জানান, কয়েকদিন আগে ভারতের আসামের সীমান্তবর্তী এলাকায় কয়েকজন নারীকে আটক করে আলগা বিএসএফ ক্যাম্পে রেখেছিল বলে জানা গেছে। নিহত নারী তাদেরই একজন হতে পারে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ‘ভারতীয় সীমান্ত থেকে দেড়-দুইশ গজ ভেতরে হলহলিয়া নদীতে নারী মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে বিজিবি ও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘নারীটির শরীরে শুধু একটি ব্লাউজ ছিল, চেহারা বিকৃত হওয়ায় তাকে চেনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।’

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অন্তত ১৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরের চামড়া উঠে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, ‘সীমান্ত পিলার ১০৫৩ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা এলাকার হলহলিয়া নদীতে নারীর মরদেহ ভাসছে-এমন সংবাদে বিজিবির টহল দল ঘটনাস্থলে যায় এবং পুলিশকে অবহিত করে। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’



banner close
banner close