কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট চত্বরে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন। হামলার শিকার আবু মোত্তালেব রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট পদে দায়িত্বে রয়েছেন।
আজ শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু মোত্তালেব জানান, প্রতিদিনের ন্যায় সকালেই হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা পানের জন্য যাই। এ সময় আকষ্মিক দু'জন ব্যক্তি আমার নাম ও পরিচয় জেনেই অতর্কিতভাবে আক্রমণ করে। এতে আমার নাক ফেটে গিয়ে শরীরে রক্তপাত ঘটে। এ ছাড়াও মুখ ও চোখে কিল-ঘুষি মারে তারা।
ওই হামলাকারী ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। কি কারণে এমন হামলা করেছে সেই বিষয়ে কিছু জানেন না তিনি।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ বলেন, আমাদের স্টাফ আবু মোতালেব, উনি চা খাওয়ার জন্য সামনে চায়ের দোকানে গিয়েছিলেন। তখন ওনার ওপরে হামলা হয়। আমাদের কিছু পরিচিত লোকজন জরুরি বিভাগে নিয়ে আসেন। ওনার নাক দিয়ে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








