সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে সাবেক শিবির নেতাদের মিলনমেলা

চট্টগ্রাম উত্তর প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১৮:১৫

শেয়ার

মিরসরাইয়ে সাবেক শিবির নেতাদের মিলনমেলা
ছবি বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উত্তর জেলার মিরসরাই উপজেলার উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নিজামপুর কলেজ মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সমাববেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলা উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সংসদীয় আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দিন শিকদার বলেন, ইসলামী আন্দোলনে সাবেক বলতে কিছু নেই। সবাইকে মুল সংগঠনের সাথে কাজ করতে হবে।সকল প্রকার মান অভিমান পরিহার করে দ্বীনের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি এডভোকেট সাইফুর রহমান বলেন, ইসলামী আন্দোলনে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।দ্বীন বিজয়ের জন্য আমাদের কে শিশাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।



banner close
banner close