মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মুয়ে থাইয়ে সোনালি সাফল্য: ভারতের ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন মনজুর

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১৮:০২

আপডেট: ২৮ জুন, ২০২৫ ১৮:০৮

শেয়ার

মুয়ে থাইয়ে সোনালি সাফল্য: ভারতের ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন মনজুর
ছবি সংগৃহীত

বাংলাদেশের মার্শাল আর্ট অঙ্গনে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক। মেহেরপুরের সন্তান এবং এমএমএ ফাইটার মনজুর আলম ঢাকায় অনুষ্ঠিত প্রথম ডাবল হর্স নকআউট মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিদ্বন্দ্বী আজহারউদ্দীনকে পরাজিত করে টাইটেল বেল্ট জয় করেছেন।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারতসহ চার দেশের মোট ৪০ জন ফাইটার অংশগ্রহণ করেন। পাঁচটি টাইটেল বেল্টের জন্য অনুষ্ঠিত লড়াইয়ে বাংলাদেশ অংশ নেয় চারটিতে এবং এর মধ্যে তিনটি বেল্ট নিজেদের করে নেয় দেশি ফাইটাররা।

সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ লড়াই ছিল বাংলাদেশের রাশেদ ও ভারতের হেভিওয়েট ফাইটার রিতিক কৈলাশের মধ্যে। নির্ধারিত তিন রাউন্ডের ম্যাচে রাশেদ দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই নকআউট করে দেন রিতিককে। এ জয়েই প্রমাণ হয়, কেন তাঁকে 'স্লেয়ার' নামে ডাকা হয়।

রাশেদ বলেন, “প্রতিপক্ষকে দেখে আত্মবিশ্বাসী মনে হলেও আমি শান্ত থাকি। মাথা ঠাণ্ডা রেখে লড়ার পরিকল্পনাই আমাকে জিততে সাহায্য করেছে।”

অন্যদিকে মনজুর আলম বলেন, “আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আর্থিক সংকট থাকলেও হার মানিনি। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসই আজকের সাফল্যের মূল চাবিকাঠি।”

চ্যাম্পিয়নশিপজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, ঢোলের বাদন, জাতীয় পতাকা ওড়ানো এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক জুবনা গ্রুপ, যারা আগামী ১০ বছর এই আন্তর্জাতিক আয়োজন নিয়মিতভাবে করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সিইও ইয়াসিন ইসলাম নাজেল স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে পুরো আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই সাফল্য শুধু একটি প্রতিযোগিতা জয়ের নয়, বরং এটি প্রমাণ করে বাংলাদেশের মুয়ে থাই ফাইটাররা এখন আন্তর্জাতিক মানের লড়াইয়ে নিজেদের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে প্রস্তুত।



banner close
banner close