চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার পদুয়া মাষ্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের মাষ্টার পাড়ার আব্বাস মিয়ার পুত্র রিদোয়ান (২৪) এবং সাতকানিয়ার চিব্বাড়ি করইয়ানগরের মিঁয়াচান পাড়ার নওশা মিয়ার পুত্র মামুনুর রশিদ (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আলমগীর মিয়া (২৩) নামে এক সহযোগী পালিয়ে যায়।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে সেনাসদস্যদের একটি দল। অভিযান চালানো হয় পদুয়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বাড়ির সামনে রাস্তার ওপর।
আরও পড়ুন:








