মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সীমান্তে মাদক দ্বন্দ্বে যুবক খুন, ৮ কোটির মাদকসহ সোহেল আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১৩:৪৭

শেয়ার

সীমান্তে মাদক দ্বন্দ্বে যুবক খুন, ৮ কোটির মাদকসহ সোহেল আটক
ছবি বাংলা এডিশন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংশ্লিষ্ট পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে হৃদয় (২৪) নামে আরও একজন গুরুতর আহত হন।

ঘটনার পর অভিযান চালিয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা অভিযুক্ত সোহেল (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে। তার কাছ থেকে ১৭ বোতল ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

নিহত মোহন দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে। আহত হৃদয় একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মোহন, হৃদয় ও জনি মোটরসাইকেলে করে জামালপুরে ফেরার পথে ওৎ পেতে থাকা সোহেল ও ছোটনের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাদের পথরোধ করে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় রক্তাক্ত হলে জনি পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে মোহনের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে টানা অভিযান চালানো হয়। রাত সাড়ে তিনটার দিকে পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে সোহেলকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়। আহত হৃদয় তাকে শনাক্ত করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।



banner close
banner close