ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মীসভাকে ঘিরে দেখা দিয়েছে চরম উত্তেজনা। দলীয় পদধারী ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে ‘আওয়ামী লীগপন্থী সুবিধাভোগীদের’ উদ্যোগে আজ শনিবার (২৮ জুন) বিকালে আয়োজিত এই সভা প্রতিহত করতে সকালেই কালো পতাকা মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার থেকেই এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রতিবাদ মিছিল ও শনিবার সকালেই কালো পতাকা মিছিল করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, আজকের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। চুন্টা ইউনিয়নের ত্যাগী নেতাদের অভিযোগ, রুমিন ফারহানাকে তারা সম্মান করেন, তবে তার উপস্থিতিতে এমন একটি সভা আয়োজন করা হয়েছে যেটি ত্যাগীদের অবমূল্যায়ন করে, আর আয়োজকদের অনেকে আওয়ামী লীগপন্থী ও অতীতে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
চুন্টা ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, “দুর্দিনে আমরা ত্যাগ স্বীকার করেছি, অথচ আজ আমাদের মূল্যায়ন না করে সুবিধাবাদীদের দিয়ে কর্মীসভা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
দলীয় ঐক্য ও নেতৃত্বের যথাযথ মূল্যায়নের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা সভা প্রতিহতের ঘোষণা দেন এবং যেকোনো মূল্যে এমন আয়োজন রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন:








