সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ধামরাইয়ে ৪০০ বছরের রথযাত্রা উদ্বোধন, মব সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ০৯:৫৬

আপডেট: ২৮ জুন, ২০২৫ ০৯:৫৯

শেয়ার

ধামরাইয়ে ৪০০ বছরের রথযাত্রা উদ্বোধন, মব সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব, চারশো বছরের ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শুক্রবার (২৭ জুন) বিকেলে ধামরাই রথখোলা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ধর্মীয় উৎসবের সূচনা করেন তিনি।

রথ উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার মব সন্ত্রাস ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ফলস্বরূপ দেশে মব সন্ত্রাসের প্রবণতা কমে এসেছে। কেউ অন্যায় করে পার পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।”

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে ধামরাইয়ে বইছে উৎসবের আমেজ। উদ্বোধনের পর হাজারো ভক্ত-দর্শনার্থীর অংশগ্রহণে রথ টানা হয় ধামরাইয়ের রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। সাতদিনব্যাপী চলা এ আয়োজনের সমাপ্তি ঘটবে ৫ জুলাই উল্টোরথের মাধ্যমে।

রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা, যা আগামী এক মাস ধরে চলবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক দর্শনার্থী ইতোমধ্যে অংশ নিচ্ছেন মেলা ও উৎসবে।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

এ আয়োজন শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক হিসেবেও ধামরাইয়ের রথযাত্রা দেশজুড়ে বিশেষ গুরুত্ব বহন করে।



banner close
banner close