মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজেনে রথযাত্রা উদযাপিত

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ০৮:৪০

আপডেট: ২৮ জুন, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজেনে রথযাত্রা উদযাপিত
ছবি: বাংলা এডিশন

কক্সবাজার শহরে রথযাত্রা উৎসবে শামিল হয়েছে সনাতন ধর্মালম্বী লক্ষাধিক মানুষ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শহরের গোলদীঘির পাড় থেকে শুরু হয়ে রথ ঘুরেছে পুরো প্রধান সড়কজুড়ে যা ভরে উঠেছে ধর্মীয় ভক্তি আর উৎসবের রঙে। এর আগে দুপুর আড়াইটা থেকে হাজারো মানুষের উপস্থিতিতে ভরে উঠে গোলদীঘির পাড় এবং আশপাশের এলাকা। সেখান থেকে রথ এগিয়ে চলে প্রধান সড়ক ঘুরে বিভিন্ন স্থানে—গভীর ভক্তি আর বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে ওঠে সব বয়সের মানুষ। ঢাক-ঢোল, কীর্তন, পূজা আর মঙ্গল প্রদীপে রথযাত্রা পরিণত হয় এক আনন্দমেলায়। রথযাত্রাটি যখন হলিডের মোড় পার হয়ে পর্যটন হোটেল শৈবাল সম্মুখে আসে তখন বাগড়া দেয় বৃস্টি। তবে উৎসব আনন্দে ভাটা পড়েনা। লক্ষাধিক ভক্ত রথের দড়ি টেনে নিয়ে যান ঘোনারপাড়া পর্যন্ত। সনাতন ধর্মালম্বীরা জানান, এই রথ টানা মানেই পুণ্যলাভ। সমুদ্র আর ধর্মীয় উৎসব—দুটি মিলে এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় কক্সবাজারে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার এই রথযাত্রা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য যেমন উৎসবের, তেমনি কৌতূহলী পর্যটকদের জন্যও এটি এক বিশেষ আকর্ষণ। এ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।



banner close
banner close