বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনকে অচেতন করে ৩ ভরি স্বর্ণালংকার সহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল।
আজ শুক্রবার ভোররাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতে চুরি হয়েছে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়ীতেও। তবে ঘটনার সময় বাড়ীতে ছিলেন না বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী। খবর পেয়ে সকালে ও বিকালে দু দফায় ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
ইউনুস আলী ভাই আশরাফুল ইসলাম জানান, রাতে চেতনানাশক ঔষধ ছিটিয়ে চোরের দল ৩টি ঘরে ঢুকে আলমিরা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়। চুরির সময় বাবার ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সকালে প্রতিবেশীদের মোবাইলে ডেকে এনে দরজা খুলে দেখি গেটের বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে।
ইউনুস আলীর বাবা জানান, আমার দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় চোরেরা। ফজরের নামাজের সময় বের হতে না পেরে ডাকাডাকির সবাই চুরির ঘটনাটি অবগত হই। ৩ ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের নগদ লক্ষাধিক টাকা সহ ইউনুসের আলমিরাতে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র ফেলে গেছে গেটের বাইরে।
ইউনুসের প্রতিবেশী মতিউর রহমান জানান, আমার বাড়ীর সোকেশ ও ট্রাঙ্ক থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে। বাইরে কাগজপত্রগুলো ফেলে গেছে। আমরা ইউনুসের মনে করে তার ভাইকে দিতে গিয়েছিলাম। পরে দেখি এসব আমাদের কাগজপত্র।
মতিউরের স্ত্রী সালেহা বেগম বলেন, বিএনপি' মহাসচিব স্যারের সাথে থাকেন ইউনুস ভাই। তার প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিন্তে ছিলাম। চুরির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেশীরা বলছেন, ইউনুসের বাড়ীতে যদি চুরি হয়, তাহলে আমাদের কি হবে? নিরাপত্তা কোথায়। এই চুরির রহস্য দ্রুত উন্মোচন করে চোরদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার কথা পরিবারের স্বজনরা মোবাইলে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীকে জানিয়েছেন। তিনি আইনের আশ্রয় নিতে বলেছেন তার ভাই আশরাফুল ইসলামকে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, পুলিশ দু দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় থেকে ঘটনাস্থল প্রায় ১৩ কিলোমিটার। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা রাতে থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।
আরও পড়ুন:








