মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

গাংনীতে বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান: পিস্তল ও ককটেল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৮:২২

শেয়ার

গাংনীতে বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান: পিস্তল ও ককটেল উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে এক বিএনপি নেতার পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গী গ্রামের বাড়ির আঙিনায় অবস্থিত একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশের সদস্যরা অংশ নেন।

ঘরের তল্লাশিতে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা জাফর আলীকে (৫০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “জাফর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে, কে বা কারা রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close