সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সার্ক ভুক্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা দেশগুলো।
অঅজ সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ডা. মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে সার্ক ভুক্ত দেশগুলোর সদস্যরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ ছয়টি দেশের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে ভারত ও আফগানিস্তান অংশগ্রহণ করেনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের গর্ভনর দাসো পেনজোর বলেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো তারা বীর শহীদের স্মরণে ফুল দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য উদ্বোধন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








