সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় হানি ট্রাপে ফেলে অপহরণ, প্রতারক নারীসহ গ্রেফতার ২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ২০:৫০

শেয়ার

আশুলিয়ায় হানি  ট্রাপে ফেলে অপহরণ, প্রতারক নারীসহ গ্রেফতার ২
ছবি: বাংলা এডিশন

সাভারের আশুলিয়ায় হানি ট্রাপের ডেটিং সাইট টানটান অ্যাপসে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে এক নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাদেরকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিার দুপরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

এসময় তিনি সংবাদ সম্মেলন থেকে জানান, গত বিশ জুন হানি ট্র্যাপ ডেটিং সাইট টানটান অ্যাপসে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সাথে পরিচয় হয় পলাশ হোসেনের। পরে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ২০ শে জুন রাত নয়টার সময় আশুলিয়া থানার জামগড়া এলাকায় বাদি পলাশ হোসেনকে ডেকে নেন। এসময় প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে নগ্ন ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন।

এসময় তারা তার কাছ থেকে একটি মোটরসাইকেল একটি আইফন, এটিএম কার্ড নগদ টাকা নিয়ে একুশে জুন রাতে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে রাতে প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ইয়াসিন শেখকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ রাতে আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই প্রতারককে গ্রেফতার করে। পরে দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়। এঘটনায় এই প্রতারক চক্রের আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।



banner close
banner close