সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, এখনই বন্যার আশঙ্কা নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ১৫:৪১

আপডেট: ২৬ জুন, ২০২৫ ১৫:৪২

শেয়ার

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, এখনই বন্যার আশঙ্কা নেই
ছবি: বাংলা এডিশন

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজীপুরে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে ৪৪ সেন্টিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পাউবো সূত্রে জানা গেছে, কাজীপুর পানি পরিমাপক স্টেশনে নদীর পানি রেকর্ড করা হয়েছে ১২.৬৮ মিটার (এসওবি), যা বিপদসীমা ১৪.৮০ মিটার থেকে ২.১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে পানি সমতল ১০.৯১ মিটার, বিপদসীমার চেয়ে ১.৯৯ মিটার কম।

পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, ‘উত্তরাঞ্চল থেকে পানি নেমে আসার কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে এখনো কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বন্যার আশঙ্কাও নেই।’

তিনি আরও জানান, পানি বাড়ার প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সে পরিস্থিতি মোকাবেলায় পাউবো ও স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

এদিকে নদীর পানি বাড়ায় কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন নদীপাড়ের কৃষক ও বাসিন্দারা। তবে এখনো কোথাও বসতবাড়ি বা আবাদি জমি প্লাবিত হয়নি।

পাউবো জানিয়েছে, আগামী দুই-তিনদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজনে বিশেষ সতর্কতা জারি করা হবে।



banner close
banner close