ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সৎ শাসক বাংলার মানুষ কখনো দেখেনি।’
বুধবার ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে সাভার থানা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
এ সময় খোরশেদ আলম আরো বলেন, ‘যারা জনগণের শত্রু, তাদের দলে ভীড়ানো যাবে না। আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো। দল ও দেশকে এগিয়ে নিয়ে যাবো।’
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির শিরালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা।
সভায় বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব মো. রবিউল আউয়াল।
সভার সঞ্চালনায় ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
আরও পড়ুন:








